Madhya Pradesh Explosion: ৬ ফেব্রুয়ারি সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মধ্য প্রদেশের হরদা জেলার বৈরাগঢ় গ্রাম। ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে
ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে । আগুনের গ্রাসে প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর খবর জানান হয়েছিল। কিন্তু সময় যত যাচ্ছে, ততই মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে । রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকটি দেহ। বাজি কারখানা কয়েক হাত দূরে জখম অবস্থায় কাতরাচ্ছেন কয়েক জন। বেশ কয়েকটি বাইক বিস্ফোরণের ধাক্কায় উড়ে গিয়ে পড়েছে রাস্তায়। মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ে বাজি কারখানার আধ কিলোমিটার এলাকায় মঙ্গলবার সকালে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্ফোরণের জেরে।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকল বাহিনী।
New Visuals -
— Chaudhary Parvez (@ChaudharyParvez) February 6, 2024
9 killed and 100 people injured in Cracker factory Blast in Harda , Madhya Pradesh, India. #Blast #MadhyaPradesh #Harda #BREAKING #Fire #India #Breakingnews #हरदा pic.twitter.com/L4wHKX7yiQ
সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মৃতদের মধ্যে কয়েক জনের হাত-পা উড়ে গিয়ে আধ কিলোমিটার দূরে পড়েছে। কয়েক জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। শুধু তাই-ই নয়, কারখানা থেকে কিছুটা দূরে রয়েছে মূল সড়ক। বিস্ফোরণের জেরে কয়েক জন পথচারীও জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। স্থানীয়দের একাংশের দাবি, ৪০ কিলোমিটার দূর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে।ইন্দোরের কালেক্টর আশিস সিং জানিয়েছেন, ইন্দোরের সরকারি ও বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে প্রস্তুতি শুরু হয়েছে। ২০০ টি বার্ন ইউনিট বেড তৈরির প্রস্তুতি চলছে। ২০টি আইসিইউ অ্যাম্বুলেন্স ইন্দোর থেকে হার্দার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইন্দোরের কালেক্টর আশিস সিং এমওয়াই হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন। অগ্নিনির্বাপক ও বার্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ইন্দোর থেকে হরদা রওনা হয়েছে।
My Condolences to the family
— 👑RD चौधरी👑 (@RD_CHOUDHARY07) February 6, 2024
Massive explosion broke out at Fire cracker factory Harda Madhya Pradesh, 5 pple De@d and 15 others !njured. 🥲🥲#Blast #MadhyaPradesh #harda
pic.twitter.com/LPFQOtYf9g
হরদার আতশবাজি কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নর্মদাপুরমের কালেক্টর সোনিয়া মীনা তিনটি অ্যাম্বুলেন্স এবং ৬ টি ফায়ার ব্রিগেড পাঠিয়েছেন। ১৯ জন SDRF জওয়ানকে উদ্ধারের জন্য দুর্যোগ সামগ্রী-সহ পাঠানো হয়েছে। সৈন্যদের পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এন্ট্রি চুট, সার্চ লাইট, স্ট্রেচার, হেলমেট, ব্রিদিং অ্যাপ্রেটিস পাঠানো হয়েছে ভ্রমণকারী বাস ও উদ্ধারকারী গাড়ির মাধ্যমে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা: মোহন যাদব। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী মোদীর তরফে আরও বলা হয়েছে, “প্রত্যেক মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের 50,000 টাকা দেওয়া হবে।”
Distressed by the loss of lives due to the mishap at a cracker factory in Harda, Madhya Pradesh. Condolences to all those who have lost their loved ones. May those injured recover at the earliest. The local administration is assisting all those affected.
— PMO India (@PMOIndia) February 6, 2024
Rs. 2 lakh from PMNRF…
#WATCH | Body recovered from the blast site of the fire factory in Madhya Pradesh's Harda.
— ANI (@ANI) February 6, 2024
A massive explosion took place today affecting the nearby houses. Firefighting and cooling operations are underway. pic.twitter.com/gff10lVAt3
তিনি আহতদের দ্রুত চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন। ভোপাল এবং ইনদওরের মেডিক্যাল কলেজ এবং ভোপাল এমসকে আহতদের টিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি। পরিস্থিতির উপর নজর রাখতে মন্ত্রী উদয় প্রতাপ এবং প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাজি কারখানাটি অবৈধ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।