December 23, 2024

আদানি-হিন্ডেনবার্গ তদন্তে সেবিতেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট

By eisamaynewsgroup Jan 4, 2024

আদানি সংস্থা নিয়ে সেবির তদন্ত নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। আজ এই সংক্রান্ত মামলার রায়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক অপরাধ ও দুর্নীতি সংক্রান্ত স্বাধীন তদন্তকারী সংস্থা ওসিসিসিআরপির রিপোর্ট গত বছর আদানি ও হিন্ডেনবার্গ বিতর্কে নতুন মাত্রা জুড়েছিল। সেই সময় সেবির তদন্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, কেবল মাত্র ওসিসিআরপির রিপোর্টর ভিত্তিতে সেবির তদন্তে প্রশ্ন তোলা উচিত নয়। তাই আলাদা করে বিশেষ তদন্তকারী দল গঠনের প্রয়োজনীয়তা নেই। মার্কিন ধনকুবের জর্জ সোরোস পরিচালিত ওসিসিসিআরপির রিপোর্ট নিয়ে আদানিদের পাশাপাশি বিজেপির তরফেও লাগাতার আক্রমণ করা হয়েছিল। যেখানে বিরোধীরা সেবির তদন্তের প্রতি আস্থা রাখতে পারছিল না। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেবির তদন্ত এগিয়ে নিয়ে যেতে কার্যত আর কোনও বাধা রইল না। আদানি নিয়ে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই তা শুরু থেকে খণ্ডন করে আসছিল ভারতীয় সংস্থাটি। অন্যদিকে, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ঘনিষ্ঠতা নিয়েও বারবার দেশের রাজনৈতিক পরিসর ও সংসদে বিতর্ক তৈরি হয়। এদিকে আজকের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় গৌতম আদানি বলেছেন, ‘‘সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সত্যমেব জয়তে। যারা আমাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞ। ভারতের উন্নতির গল্পে আমাদের অবদান বজায় থাকবে।’

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *