Anant-Radhika Pre-Wedding: সেরিমনিতেই বড় বড় চমক দিতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
চমক থাকাটাই তো স্বাভাবিক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির ছোট ছেলে বলে কথা। তাই তো ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক বিয়ের নানা অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই গোটা দুনিয়া থেকে নামজাদা অতিথিরা এসে পড়েছেন গুজরাটের জামনগরে।
একেবারে যেন কনের সাজে সেজে উঠেছে জামনগর। কারণ এই সপ্তাহান্তে সেখানেই বসতে চলেছে Anant-Radhika Pre-Wedding উৎসবের আসর। আর বলাই বাহুল্য যে, তারকাখচিত হতে চলেছে ওই অনুষ্ঠান। সেই আনন্দোৎসব উদযাপনের প্রাক্কালে ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছেন পাপারাৎজিরা। আর তাঁরা অনুষ্ঠানস্থলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। গুজরাতের জামনগরের এই সম্পত্তিটির নাম হল রিলায়েন্স গ্রিনস। ছবিতে দেখা যাচ্ছে যে, রিলায়েন্স গ্রিনসের প্রবেশদ্বারে একটি বড়সড় কাঠামো তৈরি করা হয়েছে।
তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এ ক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।
ব্রেকফাস্টে অতিথিদের সামনে সাজিয়ে দেওয়া হবে ৭৫টি ডিশ। তাতে থাকবে ২৭৫ রকমের পদ। ডিনারেও থাকছে তাই। ২৭৫ রকমের পদের এলাহি আয়োজন থাকছে অতিথিদের জন্য। সারারাত চলবে অনুষ্ঠান। জানা গিয়েছে, মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হচ্ছে। প্রাক বিবাহ বাসরে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টারও থাকবে। সেখান থেকে ইনদওরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মতো পদ পরিবেশন করা হবে।
Anant-Radhika Pre-Wedding এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি। জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা থাকবেন। এছাড়াও বিল গেটস (Bill Gates), মেলিন্ডা গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ডিজনির মতো একাধিক বিশ্বখ্যাত সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয়রা তো থাকছেই।