December 21, 2024

বয়কট Maldives চলো Lakshadweep

LakshadweepTour plan of Lakshadweep
Lakshadweep
Lakshadweep Tour
সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রীর Lakshadweep ভ্রমণের পর ভারতবর্ষের জন সাধারণের মধ্যে লাক্ষাদ্বীপ নিয়ে এক উন্মাদনা তৈরী হয়েছে তার সাথে মালদ্বীপের indiaout campain আর কিছু রাজনৈতিক নেতার তির্যক মন্তব্য আগুনে ঘি ঢালার মত প্রক্রিয়া হয়েছে, ফলস্বরূপ গত 4দিনে মালদ্বীপে 8000 হোটেল বুকিং ক্যানসেল ও 2000 ফ্লাইটের টিকিট ক্যানসেল হয়েছে আর শুরু হয়েছে #BoycottMaldives এর মত ক্যাম্পেইন, প্রকৃতি প্রেমীদের কাছে সবকিছুই সুন্দর, তবে Lakshadweep নিয়ে অনেকেরই ধারণা নেই তাই আজকের এই পোস্ট Lakshadweep নিয়েই
Lakshadweep
Tour Plan of Lakshadweep
কিভাবে যাবেন ?
লাক্ষাদ্বীপ দুই ভাবে যাওয়া যায় ফ্লাইটে ও জাহাজে, দুটো ক্ষেত্রেই টুর অর্গানাইজ করে স্পোর্টস নামক Lakshadweep গভর্নমেন্টের সংস্থা ও স্পোর্টসের অথরাইজড এজেন্ট
জাহাজের টুর কি রকম ?
কেরালার কোচি থেকে জাহাজ ছাড়ে, জাহাজে 3রাত 4দিন বা 2রাত /3দিনের টুর হয়, এক্ষেত্রে দিনের বেলা দ্বীপ গুলোয় টুর হয় রাতে থাকতে হয় জাহাজে
কোচি থেকে জাহাজ ছেড়ে নিয়ে যাওয়া হয় কাভারতি, মিনিকয় ও কালপেনি, এই প্যাকেজের নাম সমুদ্রম
জাহাজে কি কি পরিষেবা থাকে ?
প্যাকেজে থাকা খাওয়া ঘোরা সাইটসিয়িং সবই ধরা থাকে, জাহাজের কেবিন ও ব্যাংক এই দুই ধরণের রুম থাকে, ac রুম, 24 ঘন্টা গরম জলের সার্ভিস থাকে
Lakshadweep
Lakshadweep
ফ্লাইট এ গেলে কোথায় কোথায় যাওয়া যায় ?
ফ্লাইটে মূলত আগাত্তি, বাঙ্গারাম, কাভারত্তি ও কাদমাত দ্বীপের আলাদা আলাদা প্যাকেজ হয়, তবে এক্ষেত্রে আপনাকে কোচি থেকে ফ্লাইটে আগাত্তি নামতে হবে প্রথমে তারপর অন্য দ্বীপে যেতে হয়
লাক্ষাদ্বীপে কি কি করবেন ?
সবার প্রথম দুচোখ ভরে উপভোগ করুন জায়গাটা, এরপর বিভিন্ন water activity করুন( স্কুবা, স্নোর্কেলিং, ব্যানানা রাইড, জেটস্কি )
খরচ কেমন ?
সমুদ্রম প্যাকেজের খরচ সিজন অনুযায়ী ভ্যারি করে 30000-40000 পার হেড এর মাঝে ঘোরাঘুরি করে যাতেকোচি থেকে কোচি যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা এমনকি প্রতিটা দ্বীপে কিছু কিছু ওয়াটার একটিভিটি সবকিছু ধরা থাকে
ফ্লাইটে গেলে খরচ অনেক বেশি (আমি নিজে যাইনি বলে ডিটেলে জানা নেই ) তবে ওখানে রাতে থাকার জন্য রিসোর্টের ভাড়া শুরুই হয় 7000প্রতি রাত থেকে
যাওয়ার সেরা সময় ?
অক্টবর থেকে ফেব্রুয়ারি
নিজেরা কি যাওয়া যায় ?
যাওয়া যায় তবে প্রসেস খুবই কঠিন, লোকাল আইল্যান্ডের বাসিন্দার কাছ থেকে ইনভাইটেশন লাগে, লাক্ষাদ্বীপ হোম ডিপার্টমেন্ট থেকে NOC লাগে, লোকাল পুলিশ স্টেশন থেকে NOC লাগে এরপর লাগে SPORTS এর ছাড়পত্র, সে অনেক ঝামেলার ব্যাপার
কোথেকে জাহাজ ও ফ্লাইট ছাড়ে ? কোচি থেকে
আন্দামান না লাক্ষাদ্বীপ কোনটা বেটার ?
খুব কঠিন প্রশ্ন, আমার দুটোই ভালো লেগেছে, দুটো দু রকম
লাক্ষাদ্বীপ কোরাল দ্বীপ তাই লেগুন গুলো বেশি গভীর না হওয়ায় মূল দ্বীপ থেকে 1-2কিমি স্যালো ওয়াটারে হেঁটে চলে যাওয়া যায় ফলে ওয়াটার এক্টিভিটি করতে খুব ভালো লাগে
আন্দামান ভলকানিক আইল্যান্ড ফলে লেগুন সেভাবে দেখা যায় না এবং সারাউন্ডিং ডেপ্থ বেশি
বয়স্করা কি যেতে পারেন ?
অবশ্যই পারবেন, হাঁটা চলার তেমন ব্যাপার নেই আর sports এর স্টাফেরা সুপার একটিভ ও খুবই হেল্পফুল
ভাষাগত সমস্যা ?
ইংরেজি ও হিন্দি চলে, দ্বীপের মানুষরা বিভিন্ন আলাদা আলাদা ভাষায় কথা বলেন তবে হিন্দি বোঝেন
Lakshadweep
Tour plan of Lakshadweep
Tour plan of Lakshadweep
বয়কট Maldives চলো Lakshadweep
Lakshadweep
ডাইরেক্ট SPORTS এর ওয়েবসাইট থেকে বুক করা ভালো না কি এজেন্টের মারফত ?
ডাইরেক্ট SPORTS এর ওয়েবসাইট থেকে করতেই পারেন 500-1000 টাকা কমে পড়ে কিন্তু ওই পুজোর বুকিংয়ের মত খুব কুইক বুক হয় স্লট ওপেন হওয়া মারফত আর ডকুমেন্ট প্রসেসে টাইম নেয় তাই কনফার্মেশন পেতে দেরি হয়
এজেন্টকে শুধু টাকা ছবি আর ID CARD পাঠিয়ে দিলেই বুকিং হয়েযায়, ওরা কোচিতে গাইড করে জাহাজে তুলে দেয়, বাকিটা আপনার নিজস্ব ব্যাপার
Lakshadweep না Maldives : এটা খুব কঠিন প্রশ্ন দুটোই একই দ্বীপগোষ্ঠীর অন্তর্গত হওয়ায় প্রাকৃতিক বৈচিত্র সমান, তবে ভারতীয় হিসেবে লাক্ষাদ্বীপকেই এগিয়ে রাখব,
লাক্ষাদ্বীপে কিন্তু watervilla পাবেন না যেটা মালদ্বীপে পাবেন তবে তা সবার সাধ্যের মধ্যে আসে না, মালদ্বীপে অবশ্য হাজার খানেক দ্বীপ রয়েছে সে জায়গায় লাক্ষাদ্বীপে মাত্র 32টি দ্বীপ রয়েছে
লাক্ষাদ্বীপের ট্যুরিজম বাড়াতে হলে govt কে আরো ফ্লেক্সিবল হতে হবে, বুকিং প্রসেস সহজ করতে হবে, ফ্লাইট বাড়াতে হবে, বেশি সংখ্যক দ্বীপে access দিতে হবে
তবে ট্যুরিস্ট বেশি গেলে জায়গা পরিবেশের উপর প্রভাব পড়বে তাই govt কে সেই অনুযায়ী পরিবেশ রক্ষার পরিকল্পনা করে রাখতে হবে
দ্বীপপুঞ্জটিতে কোনো প্রাচীন আদিবাসী বাসিন্দা নেই। ইতিহাসবিদরা এই দ্বীপপুঞ্জটিতে বসতি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন মতপোষণ করেছেন।

লাক্ষাদ্বীপ (মালয়ালম: লাক্‌ষাদুইপ্‌ অর্থাৎ “লক্ষ দ্বীপ”) বা লক্ষদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি ৩৬টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিভ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে। এটি ভারতের মালাবার উপকূল থেকে ২০০ থেকে ৪৪০ কিমি (১৩০ থেকে ২৭০ মাইল) দূরে অবস্থিত । ভৌগোলিক মতবাদ অনুসারে, অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্র মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয় । তাই এই দ্বীপপুঞ্জকে ‘প্রবাল দ্বীপ’ও বলা হয়ে থাকে ।

যদিও এই অঞ্চলটি Lakshadweep নামে পরিচিত, আসলে এটি কেবল ভৌগোলিকভাবে দ্বীপপুঞ্জের কেন্দ্রীয় দ্বীপসমূহর নাম। লক্ষদ্বীপের অর্থ সংস্কৃত এবং মালয়ালম ভাষায় “এক লাখ দ্বীপ”। ৩২ বর্গ কিলোমিটার (১২ বর্গ মাইল) আয়তনের লক্ষদ্বীপ হল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রীয় শাসিত অঞ্চল। লক্ষদ্বীপের রাজধানী হল কাভারাত্তি । সমগ্র অঞ্চলটি একটি জেলা ও ১০​​টা মহকুমায় বিভক্ত পরিচালিত এবং এটি কেরালা উচ্চ ন্যায়ালয়ের ক্ষেত্রাধিকার অম্তর্গত।

লক্ষদ্বীপের সমগ্র অঞ্চলটিকে নিয়ে একটি জেলা গঠন করা হয়েছে। জেলাটি ভারতের সংবিধানর ২৩৯ অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত প্রশাসক দ্বারা পরিচালিত হয়। জেলাটিকে দশটা মহকুমায় ভাগ করা হয়েছে। মিনিকয় ও আগাটি মহকুমা এক উপায়ুক্তর অধীনে এবং বাকী আটটা দ্বীপের উন্নয়নমূলক কাজ মহকুমাধিপতির হাতে অর্পণ করা হয়েছে। উপায়ুক্ত তথা ডেভেলপমেন্ট কমিশনার দ্বীপপুঞ্জটির জেলা প্রশাসনের কাজকর্ম, রাজস্ব, ভূমি বন্দোবস্ত, আইন-শৃঙ্খলা ইত্যাদি কাজের তদারকি করেন। জেলাটির সদর কাবারট্টীতে অবস্থিত। দ্বীপপুঞ্জটি কেরালা উচ্চ ন্যায়ালয়ের ক্ষেত্রাধিকার অন্তর্গত। লক্ষদ্বীপে ভারতীয় সংসদের নিম্ন সদন লোকসভার একটি আসন আছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *