December 21, 2024

কেন্দ্রের আশ্বাসে উঠে গেল দেশ জুড়ে ট্রাকচালকদের বিক্ষোভ, বৈঠকে হবে নয়া আইন নিয়ে সিদ্ধান্ত

কেন্দ্রের আশ্বাসে উঠে গেল ট্রাকচালক ও বিভিন্ন পরিবহণ সংস্থাগুলির বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি। নতুন ন্যায়সংহিতায় গাড়ি চাপা দেওয়ার (হিট অ্যান্ড রান) শাস্তি নিয়ে যে সংস্থান রয়েছে তা কার্যকর হওয়ার আগে বিষয়টি বিবেচনার আশ্বাসে দেশ জুড়ে ট্রাকচালকরা তাঁদের বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় স্বারাষ্ট্রসচিবের আশ্বাস পেয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা মঙ্গলবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি ট্রাকচালকদের জানান, তাঁদের দৃষ্টিভঙ্গী আইন কার্যকর করার আগে বিবেচনা করা হবে। অজয় বলেন, ‘‘নতুন আইন এখনও কার্যকর হয়নি। ভারতীয় ন্যায়সংহিতার ১০৬/২ ধারা কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’

হিট অ্যান্ড রান’-এর ঘটনায় নতুন আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বেশ কয়েকটি পরিবহণ সমিতি প্রতিবাদ করছে। ভারতীয় দণ্ডবিধিকে সরিয়ে আনা ন্যায়সংহিতার একটি আইনে বলা হয়েছে চালকের ভুলে গাড়ি দুর্ঘটনা হলে এবং সেটা পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিককে না জানিয়ে যদি তিনি পালিয়ে যান, সে ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আগে আইপিসি বা ভারতীয় দণ্ডবিধিতে এই ধরনের মামলায় শাস্তির মেয়াদ ছিল দু’বছর। বেসরকারি পরিবহণ সংগঠনগুলির দাবি, এই আইনের ফলে চালকেরা নিরুৎসাহিত হচ্ছেন এবং তাঁদের উপর অন্যায় ভাবে শাস্তির কোপ পড়তে পারে। তাদের আরও যুক্তি, দুর্ঘটনার পর কোনও গাড়িচালক আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তাঁরা গণপিটুনির শিকার হতে পারেন। বস্তুত, কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় দেশের যত্রতত্র ট্রাক এবং লরিচালকদের বিক্ষোভ-আন্দোলন চলছে। তাতে বাদ নেই বাংলাও। প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রাক চালকদের বিক্ষোভের খবর মিলছে।

বিক্ষোভ প্রশমনে কেন্দ্রের উদ্যোগ প্রসঙ্গে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমিত মদন বলেন, ‘‘আপনারা শুধু চালক নন, আপনারা আমাদের সৈনিক। আমরা চাই না যে আপনারা কোনও রকম সমস্যার মুখোমুখি হন।’’ তাঁর সংযোজন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিষয়টি এখনও মুলতুবি রেখেছেন। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত ওই আইন কার্যকর করা হবে না।’’

Related Post

One thought on “কেন্দ্রের আশ্বাসে উঠে গেল দেশ জুড়ে ট্রাকচালকদের বিক্ষোভ, বৈঠকে হবে নয়া আইন নিয়ে সিদ্ধান্ত”
  1. Hi There,

    I hope you’re well! Your new website venture caught my eye, and I’m genuinely excited about its potential.

    As a WordPress expert passionate about creating impactful digital experiences, I see great opportunities to elevate your project.

    Could we schedule a quick chat to explore ideas? I’d love to share insights tailored to your goals. Let me know a time that suits you.

    Looking forward to the possibility of collaborating!

    Best,
    Mahmud Ghazni
    WordPress Expert Extraordinaire
    Email: ghazni@itsyourdev.com
    WhatsApp: https://wa.me/8801322311024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *