December 21, 2024

ইরান-ঘনিষ্ঠ হুথিদের ৩৬টি ঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা! ছয় ‘বন্ধু’কেও পাশে পেল আমেরিকা, ব্রিটেন

West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা।West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা।

West Asia War: Yemen এর 13টি এলাকায় মোট 36টি হুথি ঘাঁটিতে America এবং Britain যৌথ ভাবে হামলা চালিয়েছে। পাশে পেয়েছে আরও ছ’টি বন্ধু দেশকে। আমেরিকার দাবি এই হামলা লোহিত সাগরে শান্তি ফেরাতে। Iran -ঘনিষ্ঠ Yemen এর সশস্ত্র গোষ্ঠী হুথিদের অন্তত 36 টি ঘাঁটিতে শনিবার উড়ে এসেছে আমেরিকান ক্ষেপণাস্ত্র।

West Asia War:

America এবং Britain যৌথ ভাবে পশ্চিম এশিয়ায় অভিযান চালিয়েছে। Iran-ঘনিষ্ঠ Yemen এর সশস্ত্র গোষ্ঠী হুথিদের অন্তত 36 টি ঘাঁটিতে শনিবার উড়ে এসেছে আমেরিকান ক্ষেপণাস্ত্র। হুথিদের গোপন ডেরা চিহ্নিত করে আকাশপথে হামলা চালিয়েছে America এবং Britain। গত কয়েক দিন ধরে লোহিত সাগর সংলগ্ন এলাকায় হুথিরা জলপথে যে আক্রমণ চালিয়ে আসছিল, তারই জবাবে এই পাল্টা হামলা।

West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা
West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা

West Asia War: America এবং Britain যৌথ ভাবে একটি বিবৃতি দিয়ে হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘Yemen এর 13 টি এলাকায় 36 টি হুথি ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি। লোহিত সাগরীয় এলাকায় আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের অনবরত হামলার জবাবে এটা আমাদের প্রত্যাঘাত।’’
হুথিদের উপর ক্ষেপণাস্ত্র হামলায় আরও ছ’টি বন্ধু দেশকে পাশে পেয়েছে America এবং Britain। হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউ জ়িল্যান্ড। ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুথিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকা, ব্রিটেনের। তাদের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করা, নিষ্পাপ প্রাণ হত্যা করার যে যজ্ঞ হুথিরা শুরু করেছে, তা ছন্নছাড়া করতেই এই হামলা।’’ এর আগে শনিবারই লোহিত সাগরের জাহাজে হামলা চালাতে হুথিদের তাক করে রাখা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল America। গুলি করে নামানো হয়েছিল আটটি ড্রোনও।

West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা
West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা
West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা।

West Asia War: কিছু দিন আগে জর্ডনে সিরিয়া সীমান্তের কাছে আমেরিকান বাহিনীর ওপর ড্রোন হামলা চালানো হয়। আমেরিকার দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে ইরান। ওই হামলায় America তিন জন সৈনিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। হামলার পরেই আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পর দেখা যায়, শুক্রবার ইরাক এবং সিরিয়ায়, ইরানের বাহিনী এবং তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীর উপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ওয়াশিটন। তাতে সিরিয়ায় 18 জঙ্গি নিহত হয়েছে বলে পেন্টাগন সূত্রে খবর। যদিও ইরানের মাটিতে সরাসরি হামলা চালায়নি আমেরিকা। তার এক দিন পরেই America এবং Britain এর যৌথ প্রচেষ্টায় হুথিদের ঘাঁটিতে আছড়ে পর একের পর এক ক্ষেপণাস্ত্র।

West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা।
West Asia War: ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হানা।

West Asia War: পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার পর ধীরে ধীরে তার সঙ্গে জড়িয়ে পড়ে Iran এবং তাদের সমর্থিত একাধিক গোষ্ঠী। নভেম্বর থেকে লোহিত সাগরের জাহাজে হামলা চালাতে শুরু করেছে হুথিরা। তারা শুরু থেকেই হামাসের পক্ষ নিয়েছিল। হুথিদের বক্তব্য, সাগরে ইজ়রায়েলের জাহাজে হামলা চালাচ্ছে তারা। কিন্তু তাতে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। শনিবার তার জবাব দিল পশ্চিমের দুই শক্তিশালী দেশ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *