December 22, 2024

RAJYA SABHA ELECTION-2024: রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য র নাম প্রস্তাব বিজেপি শিবির র

রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্যরাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য

তৃণমূলের পর  RAJYA SABHA ELECTION ত্র  প্রার্থী ঘোষণা করে দিল বিজেপিও (BJP)।

তৃণমূল কংগ্রেসের তরফে রবিবার সকালেই চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপরেই সন্ধ্যায় বিজেপির তরফেও RAJYA SABHA র প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষের ভোটে দাঁড়াচ্ছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রবিবার দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থীতালিকা। বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শমীক ভট্টাচার্য।  বিধানসভার বিধায়ক সংখ্যা অনুয়ায়ী একটি আসনে প্রার্থী জয় নিশ্চিত বিজেপির।

রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য
রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য

রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি RAJYA SABHA ELECTION ত্র রাজ্যের পাঁচটি আসনে ভোট। বিধায়কদের সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তৃণমূল চারটি ও বিজেপির একটি আসন পাওয়ার কথা। এদিন দুপুরে তৃণমূলের পক্ষ থেকে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার পরেই জল্পনা চলছিল, বিজেপির প্রার্থী কে হয়, সেদিকে নজর ছিল।

রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য র নাম প্রস্তাব বিজেপি শিবির এর
রাজ্যসভার প্রার্থী হিসাবে বাংলা থেকে শমীক ভট্টাচার্য র নাম প্রস্তাব বিজেপি শিবির এর

প্রসঙ্গত, দীর্ঘসময় ধরে রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলে আসছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রাজনৈতিক মহলে, সুবক্তা হিসেবে পরিচিত তিনি। দলের অবস্থান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে সুস্পষ্ট যুক্তিতে দলের প্রতিনিধিত্ব করতে দক্ষ এই রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরেই দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করছেন তিনি। সেই আনুগত্যের পুরস্কার পেলেন তিনি। আগামী দিনে রাজ্যসভায় বিজেপির ভাবধারা ও আদর্শ এবং সর্বোপরি জনসাধারণের নানা সমস্যা সম্পর্কে সংসদের উচ্চকক্ষে বক্তব্য পেশ করবেন তিনি।

RAJYA SABHA ELECTION -2024
RAJYA SABHA ELECTION -2024

গতবার উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজকে (Anant Maharaj) রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি, তাই এবার দক্ষিণবঙ্গ থেকে কোনও চেনা মুখকে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছিল। বঙ্গ বিজেপির কাছ থেকে নাম চায় কেন্দ্রীয় কমিটি।রাজ্য বিজেপির তরফে নাম বাছাইয়ের জন্য কয়েকদিন আগেই চারটি নাম পাঠিয়েছেন শুভেন্দু -সুকান্তরা। তার মধ্যে থেকেই শমীক ভট্টাচার্যের নাম বেছে নিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।  উনিশের লোকসভা নির্বাচনে দমদম (Dumdum) কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শমীক। কিন্তু তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে পরাজিত হন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *