এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPFO) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের মুখে চাকরিজীবীদের সুখবর জানাল ইপিএফও।
কত শতাংশ হারে সুদ পাবেন চাকুরিজীবীরা?
সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও(EPFO)-এ সুদের হার বাড়িয়ে । ৮.২৫ শতাংশ করা হল। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত বর্তমানে ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। তার আগের অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.১ শতাংশ। চার দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি পতন ছিল ইপিএফের সুদে। বিশেষজ্ঞদের অনুমান ছিল, ২০২২-২০২৩ অর্থবর্ষে হয়তো ৮ শতাংশেরও নীচে নামতে পারে এই সুদের হার। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে গত বছর ২৮ মার্চ ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ করা হয়। এবার থেকে ৮.২৫ শতাংশ হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ পাবেন চাকরিজীবীরা
পিটিআই সূত্রে খবর, এ দিন সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বাড়ানো হল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে।
দ্রব্যমূল্যের লাগাতার বৃদ্ধি লেগেই চলেছে। শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে হু হু করে। তার মাঝে ইপিএফে সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফে সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসাবেই দেখছেন রাজনীতির কারবারিরা।
গত বছর কেন্দ্রের তরফে মোট ৯০,৪৯৭.৫৭ কোটি টাকা পিএফ বাবদ বন্টন করা হয়। ইন্টারেস্ট ক্রেডিট বা সুদের হার বাবদ অতিরিক্ত ৬৬৩.৯১ কোটি টাকা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সরকার পিএফ-এ সুদের হার ৮ শতাংশের উপরে রাখতে পারে বলেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। পিএফ-এ সুদের হার ৮.২৫ শতাংশ করা হল।