REPUBLIC DAY তে TATA র সাথে হাত মেলালো AIRBUS , এইবার ভারতে হেলিকপ্টার বানাবে AIRBUS, ম্যাক্রোঁর সফরে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার

REPUBLIC DAY তে বড়ো ঘোষনা  এবার ভারতেই তৈরি হবে চপার। AIRBUS এবং TATA GROUP যৌথভাবে তৈরি করবে কপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এই ঘোষণা করেছে বিদেশমন্ত্রক।

REPUBLIC DAY তে TATA র সাথে হাত মেলালো AIRBUS

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে  এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে  Final Assembly Line (FAL) প্রতিষ্ঠা  করবে,ওই  প্রতিষ্ঠান H125 হেলিকপ্টারগুলি    তৈরি করবে । ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এই ঘোষণা করেছে বিদেশমন্ত্রক, দ্রুত শুরু হবে হেলিকপ্টার উৎপাদন।  আর এই উৎপাদন শুরু হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

TATA র সাথে হাত মেলালো AIRBUS

সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে FAL হবে ভারতে হেলিকপ্টার তৈরির জন্য প্রথম বেসরকারি-ক্ষেত্র । এই প্রতিষ্ঠান র অধীনে, টাটা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান Tata Advanced Systems Limited (TASL), এয়ারবাস H125 হেলিকপ্টারগুলি  তৈরি করবে ৷

শুক্রবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, দুদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি স্বাক্ষর করেছে। যৌথভাবে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে বিদেশ সচিব বলেন, “H125 হেলিকপ্টার তৈরি হবে ভারতে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে চপার।” এই কপ্টারগুলি বাণিজ্যিক কারণে ব্যবহৃত হবে।

TATA র সাথে হাত মেলালো AIRBUS

এন. চন্দ্রশেখরন, টাটা সন্সের চেয়ারম্যান, ভারতের প্রথম বেসরকারী-ক্ষেত্রের হেলিকপ্টার  নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। FAL হবে Airbus H125 হেলিকপ্টার একটি ইঞ্জিনের  কপ্টার , যা ভারতীয় এবং রপ্তানি উভয় বাজারের জন্য বিশ্বের সর্বোচ্চ বিক্রিত হেলিকপ্টারগুলির মধ্যে একটি।

TATA র সাথে হাত মেলালো AIRBUS

H125 হেলিকপ্টার  হল বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত একক-ইঞ্জিন হেলিকপ্টার , যার বহুমুখীতা সহ  বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যার মধ্যে বায়বীয় কাজ, অগ্নিনির্বাপক, আইন প্রয়োগ, উদ্ধার অভিযান, এয়ার অ্যাম্বুলেন্স এবং যাত্রী পরিবহন রয়েছে। চ্যালেঞ্জিং পরিবেশে উচ্চ কর্মক্ষমতার জন্য পরিচিত, H125 মাউন্ট এভারেস্টে অবতরণকারী একমাত্র হেলিকপ্টার হওয়ার গৌরব অর্জন করেছে।

গুজরাটের ভাদোদরায় C295 সামরিক পরিবহন বিমান FAL-এর পর এই প্রস্তাবিত H125 হেলিকপ্টার  উত্পাদন হবে টাটার সাথে অংশীদারিত্বে ।

Exit mobile version